
490994774 1701283190479076 3016608074810007666 N

মোঃ হাসনাইন আহমেদ,
দৈনিক ভোলাটাইমস্ :: ১৬ এপ্রিল ২০২৫: ভোলার তজুমুদ্দিন উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক তজুমদ্দিন উপজেলার দালালকান্দি এলাকায় বিসিজি আউটপোস্টে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে ৩৬০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এই ক্যাম্পেইনে নেতৃত্ব দেন সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. মতিউর রহমান (এমপিএইচ, এএমসি) এবং মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেসমিন আক্তার (এএমসি)। চিকিৎসাসেবা ছাড়াও জলবসন্ত রোগ প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ জাল ব্যবহার, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।